বরিশালের প্রাচীন জেল খাল পরিস্কার পরিচ্ছন্ন করে জনগনের অধিকারকে ডিজিটাল উপায়ে ফিরে পাওয়া এবং এই কাজে জনগনের সরাসরি সম্পৃক্ততা নজর কেড়েছে গোটা বাংলাদেশের। বরিশালের এই অভূতপূর্ব উদ্যোগ এবং এর সুন্দর সফলতা এখন ছড়িয়ে যাচ্ছে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলাতে। আর বরিশালের জনগনের এই সাফল্যকে রোল মডেল হিসেবে বেছে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে এই প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দেশের বাকি প্রতিটি জেলার প্রশাসন এবং জনগণকে পাশাপাশি কাজ করার পদ্ধতি এবং জনগনের এবং এলাকার সমস্যা দূর করা এবং সম্ভাবনা গুলোকে দেশের জনগনের কাছে তুলে ধরার প্রচেষ্টা নেয়া হচ্ছে। এটা বরিশাল বাসীর জন্য নিঃসন্দেহে গর্ব ও আনন্দের।
ঢাকা থেকে আগত দেশের নামকরা মিডিয়া বেক্তিত্ত, বরিশাল শহরের সন্মানিত ডি, সি, মহোদয়, বরিশাল শহরের ফ্রিলান্সিং, আউটসোঁরসিং এবং সিটিজেন জারনালিজমের সদস্যদের উপস্থিতিতে এক উষ্ণ, আনন্দঘন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরিশাল ডি, সি, অফিসের সম্মেলন কক্ষে "জেল খাল অভিযান" নিয়ে।
আলহামদুলিল্লাহ। জীবনে
অনেক
মিটিং
, সেমিনারে
অংশগ্রহন
করেছি,
কিন্ত
নিজের
জন্ম
শহরের
পক্ষে
দেশের
স্বনামধন্য
মিডিয়ার
উপস্থিতিতে
কথা
বলে
আজ
যে
আনন্দ
উপভোগ
করেছি,
সেটার
আনন্দ
তুলনাহীন। আমার
প্রিয়
বরিশালের
পক্ষে
কিছু
কথা
বলতে
পেরে
অনেক
অনেক
অনেক
আনন্দ
লাগল। আর
সবচাইতে
শ্রেষ্ঠ
আনন্দ
হল
যে,
এবার
পুরো
বাংলাদেশ
আবার
অতিতের
মত
"বরিশাইল্লা"দের
অবদানকে এককথায় স্বীকার
করে
নিয়েছে
যে,
"বরিশাইল্লাস
আর
দা
বেস্ট"
।
কাজেই
আমাদের
কথা
হল, "মোরা
হগল
বরিশাইল্লা"। আমরা ইচ্ছে করলে কথার ছলে এটা বলতেই পারি যে, "মোরা বরিশাইল্লা মানু, বোজঝ ?

সুন্দর একটা মিটিং, উপস্থিত বড় বড় মানুশদের কাছে এটা হয়ত অনেক গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্ত আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা সাধারন বরিশালের সন্তানেরা অনুভব করেছি যে, এটা একটা অনেক বড় পাওয়া আমাদের সবার। এবং এটার পরিধি আজকে শুধু বরিশালের পলিময় মাটিতেই সীমাবদ্ধ না, বরং ছড়িয়ে পড়েছে অনেক শ্রদ্ধা , সন্মান আর বিস্ময় নিয়ে পুরো দেশের আনাচে কানাচে। দেশের সবাই ফেসবুক, ইন্টারনেট ব্যাবহার করে। সাধারন জনগন থেকে প্রশাসন । কিন্ত সেই একটা কমন মিডিয়াকে ইউজ করে যে পুরো শহর তথা বিভাগকে এক সেন্ট্রাল কম্যান্ডের আওতায় নিয়ে এসে সবার সমস্যা দ্রুত এবং কার্যকরী ভাবে সমাধান করা যায়, সেটার একটা জলন্ত উদাহরন হয়ে উঠেছে বরিশালের সিটি কর্পোরেশন এর তত্তাবধানে পরিচালিত তথা আমাদের ডি, সি, স্যারের সরাসরি পর্যবেক্ষণ এবং গঠনমূলক কাজে অনুপ্রেরনার ফসল Barisal - Problem & Prospect বরিশাল - সমস্যা ও সম্ভাবনা নামক ফেসবুক গ্রুপ । এখানে বিকশিত হয়েছে দেশের প্রথম অনলাইন সিটি জার্নালিজম যেটা হল গনমানুষের সচেতনতা, যার বাস্তবমুখী ব্যাবহার করা হয়েছে এই গ্রুপের মাধ্যমে। আর ফলাফল হিসেবে শুধু জনগনের সমস্যার দ্রুত সমাধানই সম্ভব হচ্ছে, তাই না, এর সাথে সাথে জনগনের সাথে প্রশাসনের মধ্যকার দূরত্ব কমে গিয়ে তৈরি হয়েছে এক একতা, নিগুঢ় ভ্রাতৃত্ব এবং সন্মানজনক সহাবস্থানের। আজকে এই একটা ইভেন্টকে উপলক্ষ করে সবাই উৎসাহ পাচ্ছে ভাল কিছু করার, যেটা মানুষের, আল্লহু সুবহানাহু ওয়া তায়ালার অনেক আদরের বান্দা বান্দিদের কষ্ট লাঘবে কাজে আসছে ।

বরিশালের বাইরের অনেক মানুষের মাঝে বরিশাল সম্পর্কে অনেক ভুল ধারনা আছে। তারা অনেক খারাপ ধারনার সাথে বরিশালের মানুষকে মিশিয়ে ফেলে। আর আমাদের আজকের এই ইভেন্ট এর কারনে সমগ্র বাংলাদেশ বরিশাল বাসীর একতা এবং ভালবাসার এক সুন্দর চিত্র দেখতে পেল, যার ফলশ্রুতিতে অনেক মানুষের বরিশাল সম্পর্কে অনেক ভুল ধারনার অবসান হবে, ইন-শা-আল্লহ।

আরও চমকপ্রদ ঘটনা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে জনগনের মাঝে। দেশের সাধারন মানুষ এখন অনলাইন আর ইন্টারনেট সিস্টেম সম্পর্কে জানা, শেখা শুরু করেছে। এতদিন যেটা ছিল অনেকটা সপ্নের মত, সেই ফ্রিলান্সিং, আউটসোঁরসিং, অনলাইন ইফ্রিলান্সিং, আউটসোঁরসিং, অনলাইন ইনকাম এগুলো ইতিমধ্যেই অনেক জোরেশোরে শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের বার্ষিক আয় ইন্টারনেট থেকে ইতিমধ্যেই বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশের ফ্রিলান্সাররা বিদেশের মার্কেট প্লেসে প্রচুর সুনাম অর্জন করেছে সার্থক এবং সফল ফ্রিলান্সার হিসেবে। যে সম্পর্কে আমরা পড়তে পারি "সফল ফ্রিলান্সারদের গল্প – SUCCESSFUL FREELANCER FROM BARISAL, BANGLADESH" ব্লগে। আজ সেই অনলাইন সিস্টেম ব্যাবহার করে সবচাইতে কাজের জিনিষ যে করা যায়, সেই কনসেপ্ট বরিশাল বাসীই প্রথম বাংলাদেশের জনগণকে উপহার দিল। ফলে আজকে অন্যান্য জেলার মানুষেরাও আমাদের অনুকরনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনগনের সমস্যা সমাধানের ক্ষেত্রে বরিশালের দৃষ্টান্তকে অনুসরন করছে। এটা আমাদের জন্য আরেকটা সুনাম এবং গর্ব।
ডি,
সি,
স্যারকে
অন্তরের অন্তস্থল
থেকে
অনেক
অনেক
শুভ
কামনা
ও
মহামহিম
আল্লহু
সুবহানাহু
ওয়া
তায়ালার
কাছে
তার
জন্য
জান্নাতুল
ফিরদাউসের
দোয়া
রইল
আমাদের
বরিশালকে
পুরো
বাংলার
সামনে
আবার
তার
হারানো
গৌরবে
ফিরিয়ে
দেয়ার
জন্য।। আমরা
আছি
আপনার
সাথে,
ইন-শা-আল্লহ।
Go ahead.
উত্তরমুছুনThanks, Bondhu :) Pray for us.
উত্তরমুছুন